• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

প্রাথমিকের ক্লাস চলবে ২০ রোজা পর্যন্ত


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২২, ১২:০৭ পিএম
প্রাথমিকের ক্লাস চলবে ২০ রোজা পর্যন্ত

বুধবার (২ মার্চ) থেকে শুরু হচ্ছে প্রাথমিক স্তরের পাঠদান কার্যক্রম। প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শ্রেণিকক্ষে পাঠদান শুরু হলেও বন্ধ থাকবে প্রাক-প্রাথমিকের ক্লাস। তবে ২০ রামজান পর্যন্ত চলবে ক্লাস।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

মাহবুবুর রহমান তুহিন জানান, প্রাথমিকের ক্লাস চলবে ২০ রমজান পর্যন্ত। ২১ রমজান থেকে শুরু হবে ঈদুল ফিতরের ছুটি। ঈদের ছুটি শেষে আবার যথারীতি ক্লাস শুরু হবে।

রোববার (২৭ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের মাসিক সমন্বয় সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ২০ রমজান পর্যন্ত প্রাথমিকের ক্লাস চলবে। এরপর ২১ রমজান থেকে ঈদের ছুটি শুরু হবে। 

মন্ত্রণালয় সূত্রে জানিয়েছে, বুধবার থেকে প্রাথমিকে স্বাভাবিক শ্রেণি কার্যক্রম শুরু হলেও শিক্ষার্থীদের জন্য মাস্ক পরা বাধ্যতামূলক।

এর আগে ২২ ফেব্রুয়ারি থেকে দেশের বিশ্ববিদ্যালয়, উচ্চমাধ্যমিক ও মাধ্যমিক পর্যায়ে সশরীরের পাঠদান শুরু হয়। 

Link copied!